Friday, January 29, 2016

৩০০টি অসুখ দূরে রাখতে ঘাস খান..!

Unknown
সুস্থ থাকতে শাক-সব্জির জুড়ি মেলা ভার। আর এই তালিকায় সবার প্রথমে রয়েছে সবুজ ঘাসটি। না! তবে সব ঘাস নয়। গমের ঘাস যা আপনাকে রাখবে ৩০০টিরও বেশি রোগ থেকে। 
বিশেষজ্ঞরা বলছেন, গমের ঘাসে রয়েছে ক্লোরোফিল, অ্যামিনো অ্যাসিড, মিনারেলস, ভিটামিন ও এনজাইম যা শরীরের কোন রকম অসুখ বাসা বাঁধতে দেয় না। এমনকি রোজ সকালে খালি পেটে অর্ধেক কাপ গমের ঘাসের রস খেলে সেরে যায় অনেক জটিল রোগও।
কী কী রোগ নির্মূল হয়:
রক্তচাপ নিয়ন্ত্রণ করে: প্রতিদিন গমের ঘাস খেলে রক্ত পরিষ্কার হয়ে যায়। এছাড়া রক্তে বাড়ে লোহিত কণিকার পরিমাণ। যার ফলে রক্তনালী পরিষ্কার থাকে এবং রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে।
ডিটক্সিফিকেশন: পরিবেশে বাড়তে থাকা দূষণ। প্রতিদিনকার অনিয়মিত জীবনযাপনের ফলে আমাদের দেহে ওবিসিটি, ডায়াবেটিস, আলসার, কোষ্ঠকাঠিন্য, টিউমার-এর মতো রোগ বাসা বাঁধছে। গমের ঘাস রক্ত সহ শরীরবৃত্তীয় প্রক্রিয়াকে দূষিত হতে দেয় না।
রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়: গমের ঘাসকে প্রাকৃতিক এনার্জি বুস্টও বলা চলে। প্রতিদিন গমের ঘাসের রস খেলে শরীরের এনার্জি লেভেল বেড়ে যায়। পাশাপাশি বাড়ে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাও।
অ্যান্টিসেপটিক: গমের ঘাসে রয়েছে অ্যান্টিসেপটিক। তাই কোন জায়গা কেটে গেলে বা ফোড়া হলে গমের ঘাসের রস দিন সংক্রমণ ছড়াবেনা।
যৌন ক্ষমতা বাড়ায়: আপনি যদি যৌন ক্ষমতা বাড়াতে চান সেক্ষেত্রে গমের ঘাসের রস অদ্বিতীয়।


একসাথে অপহরনের দুইদিন পর মির্জাপুরে মিললো হতভাগ্য দুই শিশুর গলাকাটা লাশ।

Unknown
ধামরাই প্রতিনিধি, আনোয়ার হোসেন রানা : গত ২৭ জানুয়ারি বুধবার দুপুরে ঢাকার ধামরাই থেকে অপহরন হয়েছিলো দুই শিশু। দুইদিন পর শুক্রবার রাতে মিললো হতভাগ্য সেই দুই শিশুর লাশ। দুই শিশুর পরিবারে  হাহাকার আর বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা - 
শাকিল ও ইমরান নামের ঐ দুই শিশু মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখতে আসে। সেখান থেকে তারা নিখোঁজ হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে অপহরণকারী পরিচয়ে দুইজনের পরিবারের সদস্যের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।
এরপর শুক্রবার রাত  ৮  টার দিকে ঢাকার ধামরাই থেকে অপহৃত দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ।
মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ময়ুরভাঙ্গা এলাকার লেবু বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট(দেলুটিয়া) গ্রামের ইরান প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া (১০) ও আবু বক্করের ছেলে ইমরান হোসেন (১১)।
শুক্রবার সন্ধ্যায় মির্জাপুরের কামারপাড়া ময়ুরভাঙ্গা এলাকার লেবু বাগানে দুইজনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ রাত সাড়ে নয়টার দিকে  দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন ।