Wednesday, February 17, 2016

পুলিশ অফিসারের বিরুদ্ধে ১৫ বছর আগে যৌন হয়রানীর অভিযোগ সচিব কন্যার !


নাম, সাবিহা রহমান মীনা।  বয়সে তখন তরুনী। আজ থেকে প্রায় ১৫ বছর আগে,  অর্থাৎ ২০০১ সালের ঘটনা। ২০১৬ সালে এসে গতকাল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তার অভিযোগ, একজন পুলিশ অফিসারের কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি । অভিযোগকারিনী একজন সাবেক সচিবের মেয়ে।এতদিন সামাজিক লজ্জার ভয়ে চুপ থাকলেও এবার ভয়ানক অভিযোগের কাঠগড়ায় দাড় করালেন সেই পুলিশ অফিসারকে ।
অভিযোগকারিনী সাবিনার বয়স এখন ৩৫ । তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীও ।
২০০১ সালের সেই ঘটনা নিয়ে বৃহস্পতিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া চলছে ।
যার বিরুদ্ধে এই সচিব কন্যার এমন অভিযোগ , পুলিশের সেই কর্মকর্তা ফখরুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম সিআইডিতে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঐ পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সাংবাদিক সম্মেলনে সাবেক সচিব কন্যা জানালেন, সে সময় হুমকি দিয়ে দৈহিক সম্পর্ক স্থাপনে বাধ্য করানো হয়েছিলো তাকে ।
ফখরুল ইসলাম নামে ওই পুলিশ সদস্য তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ আনেন সাবিহা।

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.