Friday, January 29, 2016

একসাথে অপহরনের দুইদিন পর মির্জাপুরে মিললো হতভাগ্য দুই শিশুর গলাকাটা লাশ।

ধামরাই প্রতিনিধি, আনোয়ার হোসেন রানা : গত ২৭ জানুয়ারি বুধবার দুপুরে ঢাকার ধামরাই থেকে অপহরন হয়েছিলো দুই শিশু। দুইদিন পর শুক্রবার রাতে মিললো হতভাগ্য সেই দুই শিশুর লাশ। দুই শিশুর পরিবারে  হাহাকার আর বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা - 
শাকিল ও ইমরান নামের ঐ দুই শিশু মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখতে আসে। সেখান থেকে তারা নিখোঁজ হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে অপহরণকারী পরিচয়ে দুইজনের পরিবারের সদস্যের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।
এরপর শুক্রবার রাত  ৮  টার দিকে ঢাকার ধামরাই থেকে অপহৃত দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ।
মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ময়ুরভাঙ্গা এলাকার লেবু বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট(দেলুটিয়া) গ্রামের ইরান প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া (১০) ও আবু বক্করের ছেলে ইমরান হোসেন (১১)।
শুক্রবার সন্ধ্যায় মির্জাপুরের কামারপাড়া ময়ুরভাঙ্গা এলাকার লেবু বাগানে দুইজনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ রাত সাড়ে নয়টার দিকে  দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন ।


Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.